আয়রন ডোম নিয়ে গর্বের শেষ নেই ইসরায়েলিদের। ড্রোন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র হামলা, সবটাই আটকে দেওয়া এর কাছে মামুলি ব্যাপার। এতদিন আয়রন ডোমের নজরদারি এড়ানো প্রায় অসম্ভব বলেই জানত বিশ্ববাসী। হামাসের পর এবার সে বিশ্বাসে চিড় ধরিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
প্রেসিডেন্ট বারাক ওবামার অনুরোধের পরিপ্রেক্ষিতে এই অতিরিক্ত আয়রন ডোম ব্যাটারি এবং ইন্টারসেপ্টর মিসাইলগুলোর উৎপাদন এবং স্থাপনের জন্য মার্কিন কংগ্রেস তহবিল অনুমোদন দেয়। এ সিস্টেমের জন্য বাজেটে ২০৫ ডলার বরাদ্দ রাখার প্রস্তাব ছিল ওবামার।